নবীনগর আ’লীগের সম্মেলন: নেতৃত্বে নতুন-পুরাতনের লড়াই

জ ই বুলবুল: দীর্ঘ সাড়ে আট বছর পরে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। এর আগে দলটির সম্মেলন হয়েছিল ২০১৪ সালে।

রোববার (২৬ নভেম্বর) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নবীনগর সরকারি হাই স্কুল মাঠে এ সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

স্থানীয়দের ভাষ্যমতে, আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত হয়ে আছে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, অপরটির সভাপতি ফয়জুর রহমান বাদল।

এবার সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীর ছড়াছড়ি হলেও সভাপতি পদে বর্তমান এমপি এবাদুল করিম বুলবুল, বর্তমান সভাপতি ফয়জুর রহমান বাদল ই মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সিনিয়র সহসভাপতি নিয়াজ মোহাম্মদ নিয়াজ মোহাম্মদ খান আশা করছেন।

সভাপতি ফয়জুর রহমান বাদল বলেন,‘সমঝোতার মাধ্যমে আমাকে দায়িত্ব নিতে বললে নেব। ভোটে হলেও আপত্তি নেই।আমাদের মাঝে গ্রুপিং নাই।’

সিনিয়র সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, ভোটের মাধ্যমেই নেতৃত্ব সৃষ্টি করা সমীচীন হবে।

এবাদুল করিমের পিএসের সঙ্গে যোগাযোগ করেও এমপির বক্তব্য পাওয়া যায়নি।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন- বর্তমান সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক ছাত্র নেতা গোলাম শাহরিয়ার বাদল, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, জাকির আহমেদ, মেয়র শিব শংকর দাস, সহ-সভাপতি সুজিত কুমার দেব, দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, যুবলীগের সাবেক সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, কেন্দ্রীয় আ’লীগ উপকমিটির সহ-সম্পাদক জহির উদ্দিন।

সাধারণ সম্পাদক এম এ হালিম বলেন,গঠনতন্ত্র মোতাবেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন।

Print Friendly

Related Posts