মেসি ম্যাজিক, জিতল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে মেসিরা।

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে আর্জেন্টিনা।

দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে গোল না পেলেও ৬২ মিনিটের মাথায় গোল করেন অধিনায়ক লিওনেল মেসি।ফলে বাঁচা-মরার লড়াইয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা।

কাতারের লুসাইলে শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হয় আর্জেন্টিনা।বাঁচা-মরার এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র অবস্থাতেই শেষ করে আর্জেন্টিনা।

ম্যাচের ৬২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।

ম্যাচ যখন শেষের দিকে ১-০ ব্যবধানে আগাচ্ছে ঠিক তখনই আবার গোল করে আর্জেন্টিনা।

এবার মেসির বাড়ানো বলে বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার অসাধারণ গোলে আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। বিশ্বকাপের নক আউট রাউন্ডে যেতে আর্জেন্টিনাকে পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও জিততে হবে।

এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। তিনি ছুঁয়ে ফেললেন দিয়েগো ম্যারাডোনা ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড।

বিশ্বকাপে৮ গোল রয়েছে ম্যারাডোনা ও রোনালদোর। মেক্সিকোর বিপক্ষে গোল করে মেসিও সেই সংখ্যাটি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে। তবে এই তিনজনের মধ্যে কম ম্যাচ খেলে ৮ গোল করেছেন রোনাল্ডো। বিশ্বকাপে ১৮ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে মেসি ও ম্যারাডোনা দুজনেই বিশ্বকাপে ২১ ম্যাচ খেলে ৮ গোল করেছেন।

তবে এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে ২ গোল করা হয়ে গেছে আর্জেন্টিনার অধিনায়কের। আর একটি গোল করলে তিনি ছাপিয়ে যাবেন ম্যারাডোনাকে।

গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামলে মারাডোনার আরও একটি রেকর্ড ভাঙবেন মেসি। সেটি হলো আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড। চারটি বিশ্বকাপ মিলিয়ে ম্যারাডোনা খেলেছেন ২১ ম্যাচ। আর পোল্যান্ডের বিপক্ষে নামলে ২২ ম্যাচ খেলা হয়ে যাবে মেসির।

Print Friendly, PDF & Email

Related Posts