লঞ্চ ধর্মঘটে সারাদেশের সঙ্গে দ্বীপ জেলা ভোলা বিচ্ছিন্ন

লঞ্চ ধর্মঘটের কারণে সারাদেশের সঙ্গে নৌপথে বিচ্ছিন্ন হয়ে আছে দ্বীপজেলা ভোলা। লঞ্চঘাটগুলোতে অনেক যাত্রী এলেও তারা গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

রোববার (২৬ নভেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ বা দুর পাল্লার রুটের কোন লঞ্চ ছেড়ে যায়নি।

ভেলুমিয়া লঞ্চঘাট যাত্রী সুমন, বিমল, ফয়সাল, রোকেয়া বেগম সঙ্গে কথা হয়। তারা আসছেন চরফ্যাশন থেকে, যাবেন বরিশালে চিকিৎসা নিতে। তারাও ভোগান্তিতে পড়েছেন। তারা জানান- চরফ্যাশন থেকে এসেছি, বরিশাল যাবো ডাক্তার দেখাতে। ঘাটে এসে দেখি লঞ্চ বন্ধ। এখন ভোগান্তি পোহাচ্ছি।

ভোলার সঙ্গে বাইরের জেলাগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম নৌ পথ। কিন্তু সেই নৌ পথবন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই। প্রয়োজনের তাগিদে কোন মানুষ কোথাও যেতে পারছেন না।

ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকা রুটেও বিরাজ করছে একই চিত্র।

অনিদিষ্টকালের জন্য এ লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। নৌ যান শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শেখ আবুল হাসেম বলেন, ১০ দফা দাবী আদায়ের লক্ষে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

 

Print Friendly, PDF & Email

Related Posts