লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা
ভোলা প্রতিনিধি: টানা ২য় বারের মত এসএসসিতে পাসের হারে বরিশাল বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে ভোলা। জেলাটিতে পাসের হার ৯২.৫১ শতাংশ।
এ বছর জেলার ২১২ টি বিদ্যালয় থেকে পরক্ষীয় অংশগ্রহণ করেছে ১৫ হাজার ৯৪২ জন। এরমধ্যে পাস করেছে ১৪ হহাজার৭৪৮ জন। এদের মধ্যে ছেলে ৭ হাজার ৬১০ জন এবং মেয়ে ৭ হাজার ১৩৮ জন।
ফলাফল বিশ্লেষণ দেখা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডে ভোলা প্রথম স্থান অর্জন করেছে। জেলায় পাসের গড়ে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার পাসের হার শূন্য এমন তালিকায় ভোলার কোন বিদ্যালয়ের নাম নেই। তবে শতভাগ পাস করেছে ৩৩ টি বিদ্যালয়।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে,সর্বাধিক জিপিএ-৫ পেয়ে ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ জেলায় শীর্ষ অবস্থান দখল করে নিয়েছে।
এবছর প্রতিষ্ঠানটি থেকে ১০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের সকলেই পাস করেছে। যার মধ্যে ৯৩ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। বাকীরা এ গ্রেড পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এ অর্জন জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগেও রেকর্ড সৃষ্টি করেছে।