বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে আল বায়েত স্টেডিয়ামে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে গেল ডাচরা। অন্যদিকে, সব ম্যাচ হেরে বিশ্বকাপ মিশন শেষ করল স্বাগতিক কাতার।
ম্যাচের ২৬তম মিনিটে ড্যাভি ক্লাসেনের পাসে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন কোডি গাকপো।
এবারের আসরে এটি তার তৃতীয় গোল। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোল পেলেন তিনি। বিরতিত পরপরই দলের দ্বিতীয় গোলটি করেন ডাচ তারকা ফ্যাঙ্কি ডি ইয়ং। ভিএআরের কারণে একটি গোল বাতিল না হলে কাতারের পরাজয়ের ব্যবধানটা আরো বাড়তে পারতো।
দিনের অপর ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে গেছে সেনেগাল। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে আফ্রিকান চ্যাম্পিয়নরা জয় পেয়েছে ২-১ ব্যবধানে। সেনেগালের পক্ষে গোল পেয়েছেন ইসমাইলা সার ও কালিদু কৌলিবালি। ইকুয়েডরের পক্ষে একমাত্র গোলটি করেন মোইসেস কাইসাদো।
মঙ্গলবারই শেষ হয়েছে ‘এ’ গ্রুপের খেলা। গ্রুপের খেলা শেষে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নেদারল্যান্ডসের। সমান ম্যাচে সেনেগালের সংগ্রহ ৬। এছাড়া ইকুয়েডরের ৪, কোনো পয়েন্ট নেই কাতারের।