একটি ম্যাচের ওপর যেন দাঁড়িয়ে আছে কাতার বিশ্বকাপ। আজকের এই ম্যাচকে ঘিরে বিল্ডআপ শুরু হয়েছিল সেই মেক্সিকো মাচের পর থেকে।গ্রুপ-সি’র শেষ ম্যাচে আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যন্ডের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
প্রথম ম্যাচে হারলেও গোল করেছেন মেসি। পরের ম্যাচেও মেসির গোলে বেঁচে আছে শেষ ষোলোর স্বপ্ন। এখন গ্রুপের শেষ ম্যাচেও খেলতে হবে তাঁকে! নিজের বয়সকে ভুলে আবার যৌবনে ফিরতে হবে রোজারিওর যুবককে। আর্জেন্টিনাকে সামনে টেনে নিতে হলে, নিজের শেষ বিশ্বকাপ রাঙাতে হলে ৩৫ বছর বয়সী লিওনেলকে খেলতে হবে ৩০ বছরের খেলা! এ জন্য তাঁকে ঈশ্বরের বর চাইতে হবে, যেন এক ম্যাচে তিনি বয়সের চাপটা ভুলে খেলতে পারেন। তখন আর অসম্ভব বলে কিছু থাকবে না, দুপায়ের ম্যাজিকে এক ম্যাচের ফায়সালা হয়ে যাবে অনায়াসে।
আর্জেন্টিনার সাবেক কোচ হোসে পেকারম্যান অবশ্য বয়স দিয়ে মেসিকে মাপতে চাইছেন না। এই ফুটবল পণ্ডিতের বিশ্লেষণে পোল্যান্ড ম্যাচে মেসি ছাড়া গত্যন্তর নেই, ‘বয়স নিয়ে অত কথা বলে লাভ নেই। মেসির যা আছে এখনো পুরো আর্জেন্টিনা দলের তা নেই। তার পারফরম্যান্সই বিশ্বকাপে টিকিয়ে রাখতে পারে আর্জেন্টিনাকে।’
মেক্সিকোর ম্যাচ শেষে আর্জেন্টিনা শিবিরের সব টেনশন উড়ে গিয়ে এক ধরনের স্বস্তি ফিরেছিল। লিওনেল মেসি পথ খুলে দিয়েছেন, এখন পরের ম্যাচে সবাইকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। সেই উদযাপন শেষ হওয়ার পর থেকে আস্তে আস্তে পোল্যান্ড ম্যাচের ভীতি জেঁকে বসেছে আলবিসেলেস্তেদের ওপর। গ্রুপের শেষ ম্যাচ জিততে হবে, এটাও কম বড় চাপ নয়।
অন্যভাবে স্কালোনি বুঝিয়ে দিয়েছেন, সাতবারের ব্যালন ডি’আর জয়ী লিওনেল মেসির সঙ্গে কারো তুলনা চলে না। তাই বিপদে বারবার ছুটে যেতে হয় খুদে জাদুকরের কাছে। তাঁর আরেকটি জাদু আর্জেন্টিনাকে তুলে নিতে পারে বিশ্বকাপের পরের রাউন্ডে। সমর্থকদের হাহাকার থামিয়ে তুলে দিতে পারে আনন্দলোকে।