এসএসসিতে সাউথ পয়েন্ট স্কুল মালিবাগের অভাবনীয় সাফল্য

অসিত রঞ্জন মজুমদার: এসএসসি পরীক্ষা ২০২২ এ সাউথ পয়েন্ট স্কুল মালিবাগের পাসের হার শতভাগ, জি পি এ -৫ শতকরা প্রায় ৮৫ ভাগ।

এসএসসি ও সমমনা পরীক্ষা ২০২২ এর ফলাফলে আবারও অভাবনীয় সাফল্য দেখালো রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের তাদের এ সাফল্যে অধ্যক্ষ কর্নেল ( অবঃ) মোঃ শামসুল আলম পিএসসি শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ সকলকে অভিনন্দন জানান এবং এইচএসসি পরীক্ষাতেও এমন সাফল্যের ধারা অব্যাহত রাখতে সাউথ পয়েন্ট কলেজকে বেছে নেওয়ার আহবান জানান।

অধ্যক্ষ মহোদয়ের সাথে উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, শাহনাজ বেগম, প্রধান অর্থ কর্মকর্তা সাখাওয়াত উল্লাহ, দিবা ও প্রভাতি শাখার কোঅর্ডিনেটরবৃন্দ এবং অন্যান্য শিক্ষকমন্ডলিকে কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছিল সাউথ পয়েন্ট মালিবাগের শিক্ষার্থীরা।

এবার সাউথ পয়েন্ট স্কুল মালিবাগের মোট ২৯৭ জনের মধ্যে জি পি এ -৫ পেয়েছে ২৩৬ জন। বাকিরা পেয়েছে সবাই এ গ্রেড। ২০১৯ সালেও ঢাকা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ৬ষ্ঠ স্হান অর্জন করেছিল সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মালিবাগ।

Print Friendly

Related Posts