ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ইতিহাসে এই প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন অনামিকা নজরুল। তাঁরও এই উপজেলাতেই ইউএনও হিসেবে প্রথম পদায়ন হয়েছে।
এরআগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
জানা যায়, ৩৪ তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে প্রথমে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালন করেন অনামিকা নজরুল। তিনি ঢাকার দোহার উপজেলার বাসিন্দা।
লালমোহনে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, আমি মনে করি ইউএনও একটি পদ। যেহেতু আমাদের দেশে নারীদের শিক্ষার পরিমাণ অনেকটা বেড়েছে, সেক্ষেত্রে সরকারি চাকরিতেও নারীদের অংশগ্রহণ অনেকাংশে বেড়েছে। এখানে নারী বা পুরুষ কোনো বিষয় না।
তিনি আরো বলেন, আগের পুরুষ ইউএনওরা যেভাবে এ উপজেলার জনগণের জন্য কাজ করেছেন, জনগণের সেবা করেছেন, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন সবার জন্য কাজ করার। আমি কেবল একজন নারীই না, একজন সরকারি কর্মকর্তা হিসেবে লালমোহন উপজেলার জনগণের সেবা নিশ্চিতে সর্বোচ্চ কাজ করবো।
প্রসঙ্গত, গত সোমবার (২৮ নভেম্বর) লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন অনামিকা নজরুল।