মৃত্যুপথযাত্রী কিশোর সাইদের পাশে ইঞ্জিনিয়ার আবু নোমান

কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত-জখম হয়ে মৃত্যুপথ যাত্রী আবু সাইদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি)।

গতকাল বৃহস্পতিবার তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আবু সাইদকে দেখতে যান এবং চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সহায়তা দেন।

জানা গেছে, গাঁজা-ইয়াবাসহ নানা রকম মাদকের সহজলভ্যতা এবং নেতৃত্বের উদাসীনতার কারণে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের হামলা, মারামারি, চুরি, ইভটিজিং মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। গত ২৭ নভেম্বর রোববার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের মাষ্টার বাজার নামক এলাকায় এমরান এর নেতৃত্বে কিশোর গ্যাংরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে আবু সাইদ নামের এক নিরীহ কিশোরকে। তাকে চিকিৎসার জন্য প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মূমূর্ষু অবস্থায় আবু সাইদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এলাকাবাসীর এই বিপদকালে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের মানুষের কাছের মানুষ হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তিনি আহত সাইদের স্বজনদের শান্তনা দেন, চিকিৎসা ব্যয় মেটানোর অর্থ হাতে তুলে দেন।

Print Friendly, PDF & Email

Related Posts