কুঁচকির চোটে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ছিটকে যাওয়ায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস। রোহিত-কোহলিদের বিপক্ষে তিন ম্যাচে অধিনায়ক হিসেবে লিটন কুমারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৪ ও ৭ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে চট্টগ্রাম ও মিরপুরে।
রোহিত শর্মার দল গতকাল পা রেখেছে ঢাকায়। মিরপুরেই সারছে অনুশীলন। কদিন আগে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল দিয়েছিল বাংলাদেশ। চোটে ছিটকে যাওয়া তামিমের বদলি আর কোনো ব্যাটার নেয়া হয়নি, পেসার শরিফুল ইসলামকে ডেকেছে বিসিবি।
আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসান দলে ফিরেছেন। স্কোয়াডে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম।