অঘটনের বিশ্বকাপ কাতার আসরে গ্রুপপর্বের লড়াই শেষ। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি বিদায় নিয়েছে। দুবারের শিরোপাজয়ী উরুগুয়েও প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি। সোনালী প্রজন্মের অবসান ঘটিয়ে ছিটকে গেছে বেলজিয়াম।
১৯৯৪ বিশ্বকাপ থেকে টানা শেষ ষোলোতে খেলা মেক্সিকো গ্রুপপর্বেই থেমেছে। ডেনমার্কও টুর্নামেন্ট ছেড়ে গেছে। বিদায়ীদের মতো নকআউট মুখী যাত্রাতেও আছে চমক।
এশিয়ার দেশগুলো জানান দিয়েছে সামর্থ্যের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাপান কেটেছে নকআউটের টিকিট। গ্রুপের লড়াইয়ে জার্মানি ও স্পেনের মতো জায়ান্ট দলকে হারিয়েছে সূর্যোদয়ের দেশটি। পর্তুগালকে হারিয়ে সাউথ কোরিয়াও উড়িয়েছে এশিয়ার কেতন, উঠেছে পরের রাউন্ডে।
আফ্রিকার দেশগুলোও চিনিয়েছে জাত। সেনেগাল ও মরক্কো নকআউটে উঠে প্রমাণ দিয়েছে সামর্থ্যের।
এবার শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় নক আউটের প্রথম খেলায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচে রাত ১টায় মুখোমুখি দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া।
এক নজরে শেষ ষোলোয় যারা
গ্রুপ চ্যাম্পিয়ন: নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ফ্রান্স, আর্জেন্টিনা, জাপান, মরক্কো, ব্রাজিল, পর্তুগাল।
গ্রুপ রানার্সআপ: সেনেগাল, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, সাউথ কোরিয়া।
নকআউট পর্বের সময়-সূচি
৩ ডিসেম্বর
নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র (রাত ৯টা, (খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম)
আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (রাত ১টা, আহমাদ বিন আলী স্টেডিয়াম)
৪ ডিসেম্বর
ফ্রান্স-পোল্যান্ড (রাত ৯টা, আল সুমামা স্টেডিয়াম)
ইংল্যান্ড-সেনেগাল (রাত ১টা, আল বাইত স্টেডিয়াম)
৫ ডিসেম্বর
জাপান-ক্রোয়েশিয়া (রাত ৯টা, আল জানুব স্টেডিয়াম)
ব্রাজিল-সাউথ কোরিয়া (রাত ১টা, স্টেডিয়াম ৯৭৪)
৬ ডিসেম্বর
মরক্কো-স্পেন (রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম)
পর্তুগাল-সুইজারল্যান্ড (রাত ১টা, লুসেইল স্টেডিয়াম)