চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। শেষ ম্যাচের জন্য এখন পুরোপুরি প্রস্তুত চট্টগ্রামের এই আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই সিরিজের শেষ ম্যাচের টিকিট পেতে উপচে পড়া ভিড় লেগেছে স্টেডিয়াম সংলগ্ন টিকেট কাউন্টারে। সকাল ৯টা থেকে চট্টগ্রামে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের স্পন্সর ওয়ালটন।
দেখা গেছে, নারী পুরুষ নির্বিশেষে হাজারো দর্শক টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে। সাগরিকা (বিটাক মোড়ে) টিকিট কাউন্টার থেকে পুরুষদের সারি মূল সড়ক পর্যন্ত ছাড়িয়ে গেছে।
বিসিবির মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহীন হোসেন জানান, আগামীকালের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত চট্টগ্রাম জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়াম। এই ম্যাচের জন্য ১৪ হাজার টিকেট ছাড়া হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে স্টেডিয়ামে ক্রিকেটারদের প্র্যাকটিস সেশন শুরু হয়েছে।
এদিকে চট্টগ্রামে বাংলাদেশ ভারত-সিরিজ উপলক্ষ্যে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। সর্বোচ্চ নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা মহড়া।
উল্লেখ্য, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং একটি টেস্ট খেলার জন্য বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতীয় টিম চট্টগ্রাম এসে পৌঁছায়।