৫১৩ রানের বিশাল টার্গেট, উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

সেঞ্চুরি করার পর পুজারাকে অভিনন্দন জানাচ্ছেন বিরাট কোহলি : ক্রিকইনফো

ভারতের ৫১৩ রানের বিশাল টার্গেট তাড়ায় নেমে কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষ করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪২ রান। জয়ের জন্য বাকি দুই দিনে তাদের আরও প্রয়োজন ৪৭১ রান। উইকেটে নাজমুল হোসেন শান্ত ২৫* এবং জাকির ১৭* রানে অপরাজিত আছেন।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুক্রবার বাংলাদেশের প্রথম ইনিংস ১৫০ রানে গুটিয়ে দিয়েও ফলোঅন করায়নি ভারত। নিজেরা নামে দ্বিতীয় ইনিংস খেলতে। দ্বিতীয় ইনিংসেও তারা হেসেখেলে রান তুলছিলেন। উইকেট খুব যে সহজ তা নয়, কিন্তু ভারতীয় ব্যাটাররা তা মানিয়ে নিতে পেরেছেন। লোকেশ রাহুল এবং শুভমান গিল উপহার দেন ৭০ রানের উদ্বোধনী জুটি। ২৩ রান করা রাহুলকে ফেরান খালেদ আহমেদ। ৮৪ বলে ফিফটি করা শুভমান পেয়ে যান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা।

১৪৭ বলে ক্যারিয়ারে প্রথমবার তিন অংক ছুঁয়ে ফেলেন শুভমান। গত জানুয়ারিতে ব্রিসবেনে খেলা ৯১ রানের ইনিংসটাই এতদিন শুভমানের সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল।  এরপর ১১০ রান করে মেহেদি মিরাজের বলে ক্যাচ তুলে বিদায় নেন। তার ১৫২ বলের ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছক্কার মার। শুভমানের বিদায়ের সঙ্গে ভাঙে ১১৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। পুজারাও ৮৭ বলে ফিফটি পূরণ করেন। এরপর ১৩০ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৯ নম্বর টেস্ট সেঞ্চুরি। এরপর পরই ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৫১৩ রান।

Print Friendly, PDF & Email

Related Posts