বেনজেমা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্স জাতীয় দলের ফুটবলার করিম বেনজেমা। সোমবার (১৯ ডিসেম্বর) টুইটারে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন ক্লাব ফুটবল।

এবারের কাতার বিশ্বকাপে ইনজুরির কারণে খেলা হয়নি তার। তবে কাগজে-কলমে দলের সঙ্গেই ছিলেন তিনি। রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বেনজেমার খেলার সম্ভাবনা দেখা দিলেও সে সুযোগ তাকে দেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। সেই রাগেই জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। টুইটারে তিনি লেখেন, ‘আমি চেষ্টা করেছি এবং ভুলও করেছি, এটা আমাকে সেই জায়গায় নিয়ে গেছে, যা আমি আজ হয়েছি এবং এমনি এর জন্য গর্বিত। আমি আমার গল্প লিখেছি এবং আমাদের শেষটাও।’

ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল  করেছেন ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। মাঠের বাইরের নানা ঘটনায় বিতর্কিত হয়েছিলেন বেনজেমা। জড়িয়েছিলেন নারীঘটিত কেলেঙ্কারিতেও। জাতীয় দল থেকে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছরেরও বেশি সময়।

Print Friendly

Related Posts