ম্যারাডোনা নিশ্চয়ই এখন হাসছে

লিওনেল মেসির হাতে ওঠেছে পরম আরাধ্য সোনালি ট্রফিটা। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। আকাশী-সাদা জার্সিতে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে নিজেকেও আত্মতৃপ্তি দিয়েছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার পর স্বর্গে থেকে হাসছেন ম্যারাডোনা- এমনটিই মনে করেন ব্রাজিল কিংবদন্তি পেলে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‘বরাবরে মতো রোমাঞ্চকর পথে, ফুটবল আজ তার গল্পটা বলেছে। মেসি প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে যা তার প্রাপ্য।’

আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে পেলে লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা, দিয়েগো (ম্যারাডোনা) নিশ্চয় এখন হাসছে। ’

মেসির পাশাপাশি তিনবারের বিশ্বকাপজয়ী পেলের প্রসংশা কুড়িয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পেকে উদ্দেশ করে পেলে লিখেছেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে চার (টাইব্রেকার শটসহ) গোল করেছ। এমন অসাধারণ কিছু দেখটা সত্যিই বড় একটি উপহার। ’

Print Friendly

Related Posts