চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে ১০ বছরের শিশু ফারজানা আক্তার নুপুর। নিখোঁজের ৫ দিনেও শিশুটি কোন কোন সন্ধান মিলেনি। পুলিশও নিখোঁজ রহস্যের কোন সুরাহা করতে পারেনি।
পরিবার জানায়, ফারজানা আক্তার নুপুর গত ১৭ ডিসেম্বর বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এদিকে শিশু সন্তানকে হারিয়ে নুপুরের পরিবারে চলছে আহাজারি।
নুপুরের বাবা নুরুল আমিন জানান,গত ১৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয় নুপুর। বাসার সিসিটিভি ফুটেজে শিশুটি একা একা বাইরে যাওয়ার দৃশ্য দেখা যায়। কিন্তু এরপর থেকেই শিশুটি আর বাসায় ফিরেনি। সেদিন থেকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর নগরীর বায়েজিদ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
এস আই সৌরভ জয় জানান, শিশু নিখোঁজ এর বিষয়ে থানায় জিডি হয়েছে। আমরা শিশুটির খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, গত মাসে চট্টগ্রামের আয়াত নামের ৫ বছরের এক শিশু নিখোঁজ হয়। ঘটনার ১০ দিন পর শিশুটির ৬ টুকরো খণ্ডিত লাশ উদ্ধার করে পিবিআই।