হবিগঞ্জ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বিজয় দিবস সম্মাননা-২০২২ প্রদান করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ কবিরাজ হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এ সম্মাননা গ্রহণ করেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফতেহপুরের কৃতিসন্তান আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদ।
তাকে এ সম্মাননা প্রদান করেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইদ্রিস আলী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি এডভোকেট মোঃ রবিউল হোসেন রবিসহ অতিথিরা।
সম্মাননা প্রদান করায় তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করছি বলেই স্বীকৃতি পেলাম। স্বীকৃতি পেয়ে দায়িত্ব আরো বেড়ে গেল।
জানা গেছে, আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদ লেখাপড়া শেষ করে কবিরাজি শুরু করেন। পর্যায়ক্রমে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করেন মাসাজিক সংগঠন। নিজ উপজেলার বিভিন্ন গ্রামের ছিন্নমূল লোকজনকে নানাভাবে সহায়তা করে আসছেন।
মামুন/এইচ