হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

হিমালয় ঘেঁষা দিনাজপুরের হিলিতে শীত ও ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কারণে শীতের তীব্রতা বেড়েছে।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় দূর্ভোগ বেড়েছে ছিন্নমূলসহ নিন্মআয়ের মানুষদের। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কর্মজীবী মানুষদের কর্মস্থলে যেতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ভোর থেকে দেখা যায়, হিলিতে ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। রিকশা-ভ্যান চালকরা ভিজে ভিজে যাত্রী বহন করছে।

ভ্যানচালক রেজাউল করিম বলেন, কয়েকদিন থেকে প্রচণ্ড শীত পড়ছে। আজ আবার সকাল থেকে বৃষ্টি পড়ছে। ঠাণ্ডায় শরীর আরও কাবু হয়ে যাচ্ছে।

শ্রমিক রিয়াজ উদ্দিন বলেন, আমি প্রতিদিন সকাল ৯ টায় কাজ যোগ দেই। কিন্তু আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কাজে আসতে একটু দেরি হয়েছে। বৃষ্টির কারণে থেমে থেমে কাজ করতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আজ (সোমবার) সকাল ৯ টা পর্যন্ত দিনাজপুর জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৯২ শতাংশ রেকর্ড করা হয়েছে।

 

Print Friendly

Related Posts