হবিগঞ্জ প্রতিনিধি: ২৯ ডিসেম্বর এভিএমে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর আগে ২৬ ও ২৭ ডিসেম্বর এ দুই নির্বাচনী এলাকায় ভোটার শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এরমধ্যে নূরপুরে ২৬ ডিসেম্বর ২নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টায়, ৪নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা, ৭নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০ থেকে বিকেল ৪টা, ২৭ ডিসেম্বর ১নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টায় থেকে দুপুর ১টা, ৩নং ওয়ার্ড কেন্দ্রে দুপুর ২টা থেকে বিকেল ৪টা, ৫নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টায় থেকে দুপুর ১টা, ৬নং ওয়ার্ড কেন্দ্রে দুপুর ২টা থেকে বিকেল ৪টা, ৮নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা, ৯নং ওয়ার্ড কেন্দ্রে দুপুর ২টা থেকে বিকেল ৪টা এবং ব্রাহ্মণডোরায় ২৭ ডিসেম্বর ১নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা, ২নং ওয়ার্ড কেন্দ্রে দুপুর ২টা থেকে বিকেল ৪টা, ৪নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা, ৬নং ওয়ার্ড কেন্দ্রে দুপুর ২টা থেকে বিকেল ৪টা, ৭নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০ থেকে দুপুর ১টা, ৯নং ওয়ার্ড কেন্দ্রে দুপুর ২টা থেকে বিকেল ৪টা, ২৬ ডিসেম্বর ৩নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা, ৫নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা, ৮নং ওয়ার্ড কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাদের শিক্ষণ প্রদান করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
মামুন/এইচ