আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে তারা। মঙ্গলবার আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তার আগে ইংলিশরা ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
আগামী ১ মার্চ ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩ ও ৬ মার্চ।
সিরিজের প্রথম দুই ওয়ানডে মিরপুরে হলেও শেষেরটি হবে চট্টগ্রামে। বন্দরনগরীতে ৯ মার্চ হবে প্রথম টি-টুয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় টি-টুয়েন্টি মিরপুরে ১২ ও ১৪ মার্চ।
এর আগে সর্বশেষ ২০১৬ সালে টাইগার ডেরায় এসেছিল ইংলিশরা। সেবার দারুণ লড়াই করলেও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। মিরপুরে ২-১ এ হেরেছিল সিরিজ।
ইংল্যান্ড চলে যাওয়ার পর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। একটি টেস্ট ছাড়াও আইরিশরা খেলবে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ।