বার্লিন স্পেশাল অলিম্পিক ২০২৩-এ বাংলাদেশের অভাবনীয় সাফল্য 

জার্মানির বার্লিনে ১৭ জুন থেকে ২৫ জুন ২০২৩ অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস্ ওয়ার্ল্ড গেমসে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস এর ভাইস চেয়ারম্যান নুরুল আলমের নেতৃত্বে ১১৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করেছে।
দলে ৭৯ জন খেলোয়াড়, ৩০ জন কোচ ও সহকারী কোচ ২ জন ডাক্তার এবং ২ জন সহকারী দলনেতা ছিলেন।
বাংলাদেশের স্পেশাল এ্যাথলেটরা অভূতপূর্ব ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে  ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে।
এ্যাথলেকিসে্ ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ব্যাডমিন্টনে ৫টি স্বর্ণ, বোচীতে ৬টি স্বর্ণ, সাঁতারে ৪টি স্বর্ণ ৩টি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জয় করে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের ক্রীড়া দল বিশ্ব ক্রীড়াঙ্গণে চমক সৃষ্টি করেছে।
প্রতিবন্ধী জনগোষ্ঠীর অকৃত্রিম বন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড গেমসে বাংলাদেশ দল  অংশগ্রহণ করে এ গৌরব বয়ে এনেছে।
বাংলাদেশ দলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ২৮ জুন সকাল সোয়া ১০ টায় ফুল দিয়ে বরণ  করে নেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল( অবঃ) এম শামছ , বি ও এ’র  মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস এর জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কাউন্সিলর  মো. শওকত সিদ্দিকী ও অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরাও এ সময় কর্মকর্তা, কোচ, খেলোয়াড়দের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
অসিত/ঢাকা
Print Friendly, PDF & Email

Related Posts