পশ্চিমবঙ্গে ১লা বৈশাখকে বাংলা দিবস ঘোষণা

পূর্বনির্ধারিত সূচি মোতাবেক রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব আনা হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়।

১লা বৈশাখকে রাজ্য দিবস করার পক্ষে সওয়াল করা হয়েছে ওই প্রস্তাবে। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর ) তৃণমূল পরিষদীয় দলের তরফে এই প্রস্তাব আনা হয়।

রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে তৃণমূল পরিষদীয় দলের আনা প্রস্তাব পাশ হয় বিধানসভায়। প্রস্তাবের পক্ষে পড়ে ১৬৭টি ভোট। বিপক্ষে ৬২টি ভোট।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে কে সমর্থন করবে জানি না, কিন্তু আমাদের নির্দেশ থাকবে ১লা বৈশাখই বাংলা দিবস হিসাবে পালন করার।

ঘটনাচক্রে, এই প্রস্তাবগুলি পাশ করানো হলেও এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের অনুমোদন না পেলেও সরকারের সিদ্ধান্ত বদলাবে না।

অধিবেশনের শেষ লগ্নে অধুনা প্রস্তাবিত রাজ্য সঙ্গীত সমবেত কন্ঠে গেয়ে ওঠেন শাসকদলের বিধায়কেরা। গলা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Print Friendly, PDF & Email

Related Posts