বিডিমেট্রোনিউজ ॥ নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের চাপায় পুলিশের এক এসআইসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ পথচারী।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন জানান।
নিহতদের মধ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান (২৫) ও কুমিল্লার চান্দিনা থানার পূর্ব মাইকা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আলী আহম্মদ (৫০) নাম জানাতে পারলেও আরও দুই জনের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান, কাঁচপুরে কুমিল্লাগামী ঢাকা এক্সপ্রেসের যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এসআই কামরুজ্জামান ও দুই পথচারী নিহত হন। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।