হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত রজব আলী (৫৫) মারা গেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে যোগাযোগ করা হলে আহত রজব আলী মারা যাওয়ার তথ্য দেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
জানা গেছে, রোববার (২২ ডিসেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রজব আলীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা। ময়নাতদন্ত শেষে বাড়ি এনে তার লাশ দাফন করা হয়েছে।
একমাত্র উপার্জক্রম ব্যক্তির মৃত্যুতে অসহায় পরিবারের লোকজন দিশেহারা। এ হত্যাকান্ডের বিষয়ে বানিয়াচং থানায় খুনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে।
এখানে একটি প্রভাবশালী মহল খুনের মামলাকে প্রতিহত করার জন্য প্রতিপক্ষের বাড়িতে ৩য় পক্ষ দ্বারা ভাংচুর করছে বলেও জানা যায়। সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশ নিহতের বাড়ি পরিদর্শনসহ তদন্তকার্য অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, পাহাড়পুর গ্রামের কাজল মিয়া ও মুহিবুর মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রজব আলীসহ ১৫জন আহত হন। এরমধ্যে গুরুত্বর আহত রজব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাওসার/হবিগঞ্জ