বরগুনা প্রতিনিধি: দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদককে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স কর্তৃক প্রাননাশের হুমকির প্রতিবাদে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় বরগুনা কাঠপট্টি এলাকায় আমাদের কন্ঠ বরগুনা প্রতিনিধির অফিস কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আমাদের কন্ঠ পত্রিকার বরগুনা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সিঃ সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ইফতেখার শাহীন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, বরগুনা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম রতন, এশিয়ান টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম, ভোরের আকাশ ও সংবাদ প্রকাশের বরগুনা প্রতিনিধি এমএ কাসেম হাওলাদার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স এর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহম্মেদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আইএস/বি