সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারের সামনে মোটরসাইকেলে করে আসা দুই যুবক হেমায়েতকে লক্ষ্য করে গুলি চালায় বলে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।
নিহত যুবককে স্থানীয় সন্ত্রাসী দল ‘হেমায়েত বাহিনীর’ প্রধান দাবি করে পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।
ওসি ইলিয়াস বলেন, বোমা হামলার এক মামলায় জামিনে সন্ধ্যায় কারাগার থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই হামলার শিকার হন হেমায়েত।
“কারাগারের সামনে একটি চায়ের দোকানে চা পান করছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।”
পুলিশ হেমায়েতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।