বিডিমেট্রোনিউজ, ভোলা॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভোলা জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক মিয়া আর নেই। তিনি হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে সোমবার বিকেল ৩:৪০ মিনিটের সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজিউন)। তার মৃত্যুতে ভোলায় শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য তার বাড়ীতে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দক্ষতার সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি দীর্ঘদিন যাবত স্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল (৬৫) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুন-গ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সাংসদ নুরনবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সাংসদ ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক বাণিজ্য মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন, ভোলা-২ আসনের সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ আসনের সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম, ভোলা-১ আসনের সাবেক সাংসদ ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ভোলা প্রেসক্লাব, ভোলা জার্নালিস্ট ফোরাম-ঢাকার ভাইস প্রেসিডেন্ট শাহ মতিন টিপু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ মঙ্গলবার সরকারী স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।