ঈদে টানা ৯দিন ছুটি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত

বিডিমেট্রোনিউজ চাঁদ দেখার উপর নির্ভর করে বাংলাদেশে এবার ঈদুল ফিতর হবে জুলাইয়ের ৬ বা ৭ তারিখে। প্রথামত ইদের ছুটি হওয়ার কথা ছিলো জুলাইয়ের ৫,৬ এবং ৭। সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে হতো পাঁচ দিন।

রোববার তেসরা জুলাই শবেকদরের ছুটি। ফরে ইদের ছুটির আগে মাঝখানে সোমবার কাজের দিন পড়ে গিয়েছিলো। এখন সেদিনটিকে সরকার ছুটি ঘোষণা করেছে। ফলে দুদিকে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা পহেলা জুলাই থেকে টানা ৯দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড কামাল আব্দুল নাসের বিবিসিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝখানের সোমবার ছুটি ঘোষণার এই সিদ্ধান্ত নিয়ে এই সুবিধে করে দিয়েছেন।।

“মাঝখানে একটি দিন ছুটি থাকার কারণে মানুষের স্বজনদের সাথে নিয়ে ইদের আনন্দ কিছুটা বিঘ্নিত হতো। সেই বিবেচনায় প্রধানমন্ত্রী সোমবার ছুটি দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।” তবে সোমবারের বাড়তি এই ছুটির বদলে ১৬ই জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির দিতে কাজ করতে হবে।

ঈদে টানা নয়দিন ছুটি ভোগের ঘটনা যেমন বিরল, তেমনি সাপ্তাহিক ছুটির দিনে কাজের নমুনাও বিরল।

Print Friendly, PDF & Email

Related Posts