নাসিমের ছবি ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীতে

পৃথিবীর নানান প্রান্ত থেকে প্রাণ-প্রতিবেশ, বন্য প্রাণী, বিজ্ঞান, সমুদ্র থেকে শুরু করে অভিযান, মহাকাশ, ভ্রমণসহ নানা বিষয়ে সংগৃহীত শ্বাসরুদ্ধকর ছবি নিয়মিত প্রকাশ করে বিশ্বখ্যাত সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক।

এই সাময়িকীর সেপ্টেম্বর সংখ্যায় দুইপাতা জুড়ে ব্যবহার করা হয়েছে বাংলাদেশি আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান নাসিমের তোলা একটি ছবি।

পেশাদার সাংবাদিক হিসেবে নাসিম নিউজরুমে কাজ করেন প্রায় ১২ বছরের বেশি সময়ধরে। কাজের অবসর ফটোগ্রাফি শুরু করেছেন বছর তিনেক হলো। কিন্তু এই স্বল্প সময়ে ফটোগ্রাফিতে টুকটাক নানান বিদেশি এজেন্সিগুলোতে নিয়মিত ছবি প্রকাশ হলেও চলতি সেপ্টেম্বর তার জন্য বিশেষ বার্তা নিয়ে আসে ১৩১ বছরের পুরোনো সাময়িকী বিশ্বখ্যাত এই ন্যাশনাল জিওগ্রাফিক।

ন্যাশনাল জিওগ্রাফিক, ওয়াশিংটন, ডিসি থেকে জুন মাসের শুরুতে প্রথম যোগাযোগ করা হয় তার সাথে। পরবর্তিতে র ফাইলসহ নানান অনুসন্ধান প্রক্রিয়ার পর চূড়ান্তভাবে ছবিটি বাংলাদেশ থেকে নির্ধারিত হয় সেপ্টেম্বর ইস্যুর জন্য। দীর্ঘ অনুসন্ধানের এই প্রক্রিয়ায় ন্যাশনাল জিওগ্রাফিক কর্তৃপক্ষের প্রায় ৪০টির অধিক মেইলের যথাযথ উত্তর দিতে হয়েছে। ছবিটি অনলাইন ও প্রিন্ট ভার্সনে পাওয়া যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক সাময়িকীতে ছবি প্রকাশ পাওয়া যেকোনো আলোকচিত্রীর জন্য বিশেষ সম্মানের, কারণ চাইলে যে কেউ এদের সাথে যোগাযোগ করতে পারেনা বা ছবি দিতে পারেনা। শুধুমাত্র তারাই দুনিয়াজুড়ে খুঁজে নেন যথাযথ ছবি।

ছবির বিষয়বস্তু:

ছবিটি বাংলাদেশের রাজধানী বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকা থেকে ড্রোনের মাধ্যমে তোলা। নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য নদী থাকলেও ঈদসহ নানান উৎসবে হাজার হাজার মানুষ দক্ষিণাঞ্চলে গ্রামের উদ্দেশ্যে ছোটেন। শতশত লঞ্চে যাত্রীরা লঞ্চের ভেতরে জায়গা না পেয়ে ছাদের ওপরে চাদর পেতে দীর্ঘযাত্রার প্রস্তুতি নেন। সব বিভেদভুলে যাত্রীরা গল্পগুজবে ১০-১২ ঘণ্টার যাত্রা করেন এসব লঞ্চের ডেকে। এমন অভাবনীয় দৃশ্য শুধুমাত্র এদেশেই দেখা যায়।

ছবিটির জন্য সম্মানী হিসেবে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকী থেকে প্রায় ১ লাখ টাকা পাবেন নাসিম।

অপেশাদার আলোকচিত্রী নাসিম ইংরেজিতে সাহিত্যে পড়াশুনা শেষ করে সাংবাদিকতা শুরু করেন ২০১২ সালে বাংলানিউজের ইংরেজি ডেস্কে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী নেন। বর্তমানে তিনি রাইজিংবিডিতে সিনিয়র নিউজরুম এডিটর হিসবে কর্মরত। শখের তোলা ছবির মাধ্যমের দেশ আর নিজেকে তুলে ধরতে পারার বিষয়টি তাকে বেশ আনন্দিত করেছে বলে জানান নাসিম। এর আগেও নাসিম একই ছবির জন্য দ্যা ন্যাচার কনজারভেন্সি (টিএনসি) ২০২৩ সালে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts