ইউএপিতে স্বল্প মেয়াদী শিশু শিক্ষা কার্যক্রমের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) স্বল্প মেয়াদী শিশু শিক্ষা কার্যক্রমের ১০ম ব্যাচের ওরিয়েন্টশন এবং ৯ম ব্যাচের বিদায় অনুষ্ঠান হয় ১ জুলাই বিশ্ববিদ্যায়ের ফার্মগেটের নিজস্ব ক্যাম্পাসে।

ইউএপির পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএপির উপ-উপাচার্য এবং এই শিশু শিক্ষা কর্মসূচীর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এম আর কবির।

আরো বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ড. জিহাদ মিয়াসহ আরো অনেক শিক্ষার্থী। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র এবং নবাগত শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ এবং শিক্ষার অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

২০০৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের প্রধান কাজ হলো বস্তির শিশুদের মৌলিক শিক্ষা প্রদান করে বিভিন্ন স্কুলে ভর্তি করানো।

Print Friendly

Related Posts