উরুগুয়ে অপরাজিত থেকেই শেষ ষোলোয়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গ্রুপ শীর্ষে থেকেই নক-আউটে পৌঁছল উরুগুয়ে৷ গ্রুপের শেষ ম্যাচে আয়োজক রাশিয়াকে ৩-০ হারিয়ে শেষ ষোলোয় উঠল প্রথম বিশ্বচ্যাম্পিয়নরা৷ প্রথম দু’টি ম্যাচ জিতে আগেই প্রি-কোয়ার্টার ফাইনালে টিকিট পেয়ে গিয়েছিল সুয়ারেজ-কাভানিরা৷ সোমবার সামারা এরিনায় রাশিয়াকে উড়িয়ে দিয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে শেষ করল উরুগুয়ে৷

দ্বিতীয় দল হিসেবেে ৬ পয়েন্ট নিয়ে আগেই ‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলোয় পৌঁছেছে রাশিয়া৷ ফলে এই গ্রুপের অন্য দু’টি দল মিশর ও সৌদি আরব আজ আত্মরক্ষার ম্যাচে নেমেছিল৷ এই ম্যাচে মিশরকে ২-১ হারিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেলে সৌদি আরব৷

রাশিয়ার বিরুদ্ধে অবশ্য এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়ে৷ ম্যাচের ১০ মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে যায় দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক থেকে গোলে দলকে এগিয়ে উরুগুয়ের তারকা খেলোয়াড়৷ এবারের বিশ্বকাপে এটি সুয়ারেজের দ্বিতীয় গোল৷ সব মিলিয়ে বিশ্বকাপের আসরে সপ্তম৷ দেশের হয়ে বিশ্বকাপে তাঁর চেয়ে বেশি গোল রয়েছে অস্কার মিগেসের৷ বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা ৮৷ অর্থাৎ নক-আউট পর্বে আর দু’টি গোল করলেই দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখে ফেলবেন সুয়ারেজ৷

তিন মিনিট পর সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল রাশিয়া৷ ডি-বক্স থেকে সরাসরি গোলরক্ষক মুসলেরা বরাবর শট নিয়েও তা জালে জড়াতে পারেননি চেরিশেভ৷ শুধু তাই নয়, ২৩ মিনিটে চেরিশেভের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে রাশিয়া৷ ২৫ গজ দূর থেকে দিয়েগো লাক্সালতের শট রুশ মিড-ফিল্ডারের পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়৷

রাশিয়ার জন্য আরও খারাপ খবর অপেক্ষা করছিল৷ ৯ মিনিটের ব্যবধানে দু’টি হলুদ কার্ড দেখে ৩৬ মিনিটে মাঠ ছাড়েন রাশিয়ান ডিফেন্ডার ইগর স্মলনিকভ৷ ফলে বাকি ম্যাচটা রাশিয়া ১০ জনে খেলে৷ যদিও ১০ জনের রাশিয়াকে পেয়েও বিশেষ সুবিধা করতে পারেনি ১৯৩০ ও ১৯৫০-এর বিশ্বচ্যাম্পিয়নরা৷

গোলের জন্য উরুগুয়ের আর এক তারকা খেলোয়াড় কাভানিকে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ পর্যন্ত৷ কর্নার থেকে দিয়েগো গডিনের হেড গোলরক্ষক ফিরিয়ে দিলে ছুটে গিয়ে ফিরতি বল জালে জড়ান পিএসজি ফরোয়ার্ড কাভানি৷ ১৯৩০, ১৯৫০, ১৯৫৪ ও ২০১০-এর পর এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনও গোল হজম না-করে নক-আউটে পৌঁছল উরুগুয়ে৷

Print Friendly

Related Posts