এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচে চিনকে রুখল ভারত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে চিনের বিরুদ্ধে ম্যাচ গোলশূন্যে শেষ করল ভারত। শনিবার চিনের সুঝুউতে ২১ বছর পর ভারত-চিন ফুটবলে মুখোমুখি হল।

প্রথমার্ধে কিছুটা লড়াই ছুঁড়ে দিলেও দ্বিতীয়ার্ধে চিনের আক্রমণের কাছে কার্যত খেই হারিয়ে ফেলে ঝিঙ্গান, কোটাল সমৃদ্ধ ভারতীয় রক্ষনভাগ। মার্সেলো লিপ্পির দলের সামনে দু’বার অন্তরায় হয়ে দাঁড়ায় বারপোস্ট। একটি ক্ষেত্রে দুরন্ত সেভ করেন দুর্গের শেষ প্রহরী গুরপ্রীত।

চিনের বিরুদ্ধে ১৮ তম সাক্ষাতে এই নিয়ে ষষ্ঠবার ম্যাচ ড্র রাখতে সমর্থ হল ব্লু টাইগাররা। এর আগে ১৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। যারমধ্যে একবারও জিততে পারেনি ভারত। শুধু মাত্র পাঁচটা ম্যাচ ড্র হয়েছিল। ‘৯৭-এর কোচিতে নেহরু কাপের শেষ সাক্ষাৎকারেও ২-১ ব্যবধানে জিতেছে চিন।

এশিয়া কাপেই ১১ বার খেলেছে চিন। চ্যাম্পিয়ন না হলেও দু’বার রানার্স ও তৃতীয় স্থান পেয়েছে একাধিকবার। সেখানে ভারত যোগ দেওয়ার সুযোগ পেয়েছে মাত্র তিনবার। যারমধ্যে ১৯৬৪-তে রানার্স হয়েছিল। ১৯৮৪ ও ২০১১-তে গ্রুপ লিগেই মুখ থুবড়ে পড়ে।

Print Friendly

Related Posts