এসিএম-আইসিপিসি অনলাইন প্রিলিমিনারি কনটেস্ট-২০১৭

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এসিএম-আইসিপিসি (এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট) বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দলভিত্তিক বার্ষিক প্রোগ্রামিং প্রতিযোগিতা।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ দ্বিতীয়বারের মত এসিএম-আইসিপিসি, ঢাকা আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

উক্ত প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধায়নে থাকবেন এশিয়া ঢাকা রিজিওনাল পরিচালক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, উপাচার্য ইউএপি।

এই প্রতিযোগিতায় দুইটি ধাপে অনুষ্ঠিত হয়। অনলাইন প্রিলিমিনারি কনটেস্ট এবং অনসাইট কনটেস্ট। বাংলাদেশের ৮৫ টি বিশ্ববিদ্যালয় থেকে ১৪৫৬ টি দল অনলাইন প্রিলিমিনারি কনটেস্ট-এ ২৩ শে সেপ্টেম্বর অংশগ্রহণ করেছে।

পরবর্তীতে নির্বাচিত ১২৫ টি দল ইউএপির সিটি ক্যাম্পাসে ১১ নভেম্বর, ২০১৭ এসিএম-আইসিপিসি ঢাকা রিজিওনাল অনসাইট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

 

তথ্যসূত্র : বাচ্চু শেখ সহকারী কর্মকর্তা-জনসংযোগ

Print Friendly

Related Posts