ওয়ানডেতে দুপুরে মুখোমুখি বাংলাদেশ-উইন্ডিজ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে উইন্ডিজ। এই সিরিজ জিতে তারা বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায়। নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায়। অন্যদিকে বাংলাদেশ চায় আরো একটি সিরিজ জিতে ২০১৮ সাল শেষ করতে। তবে ফরম্যাটটা যখন ওয়ানডে, তখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের লড়াই হবে।

মাশরাফির মতে এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের মাসল পাওয়ার বেশি। ফরম্যাট যত ছোট হবে, ওয়েস্ট ইন্ডিজের জন্য ততো সুবিধা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ।

ভারপ্রাপ্ত অধিনায়ক রভম্যান পাওয়েল শনিবার বলেছিলেন, ‘অনেক দিন ধরে আমরা ওয়ানডে সিরিজ জিতিনি। সিরিজ জিততে সবাই মুখিয়ে আছে এবং নিজেদের সেরাটা দিয়ে খেলতে প্রস্তুত। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতার চেয়ে ভালো সুযোগ আমাদের আর আসবে না। সিরিজ জিততে পারাটা আমাদের জন্য হবে দারুণ কিছু।’

ঘরের মাঠে খেলা হলেও মাশরাফি নিজেদের ফেবারিট মনে করছেন না। তবে সব বিভাগে ভালো খেললে ভালো ফল আসবে বলে মনে করছেন, ‘ফেবারিটের ক্ষেত্রে আমি বলব সমানভাবে। কারণ ওদের দলে কিছু আছে যেটা দুর্দান্ত। একজন ফাস্ট বোলার আছে। জোরে বোলিং করবে। যেটা হয় যে, জোরে বল করা বোলারদের ক্ষেত্রে অনেক সময় হুটহাট করে উইকেট পড়ে যায়। তাতে শুরুতে চাপ আসে। তাই এই জায়গাগুলো চিন্তা করার ব্যাপার আছে। একইভাবে ওরা কিছু জিনিসে আমাদের থেকে অনেক বেশি সাহায্য পাবে। ওয়েস্ট ইন্ডিজের আসলে মাসল পাওয়ার অনেক বেশি। এই ধরনের ফরম্যাটে একজন দুইজন কিন্তু গেইম চেইঞ্জ করে দিতে পারে। এই জায়গাটায় ওদের কয়েকজন আছে এমন, ডেস্ট্রয় করতে পারে। আমাদের ওদের বিপক্ষে এই পার্টটা খেয়াল রাখতে হবে। ওদের জন্য ফরম্যাট যত ছোট হবে তত বেশি স্যুট করবে। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওরা যেন জুটি বড় করতে না পারে। আর এমনি এমনি তো জেতা সম্ভব না। অবশ্যই হোম ওয়ার্ক, একইসঙ্গে মাঠে বাস্তবায়নটা শতভাগ ঠিক থাকতে হবে। অন্তত ৮০ ভাগ ঠিক থাকলে হয়তোবা ভালো ম্যাচ হবে। আমি আশা করছি না যে টেস্টের মতো বা আগে পরে যেসব ম্যাচ জিতে আসছি এত সহজ হবে।’

তারপরও খেলা যখন ঘরের মাঠে, আর সাকিব-তামিম যখন দলে ফিরেছেন, তখন আরো একটি সিরিজ জয়ের প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ।

Print Friendly

Related Posts