কোটা সংস্কার দাবিতে জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জাবি প্রতিনিধি: চলমান কোটা পদ্ধতির সংস্কার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকাল সাড়ে তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত ৪৫ মিনিট এ অবরোধ কর্মসূচী চলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন। এদিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করায় রাস্তার দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তিতে পরলে আশুলিয়া থানা পুলিশ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে আসে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতৃবৃন্দ কোটা সংস্কার দাবিতে যৌক্তিক আন্দোলনের পরবর্তী কর্মসূচীতে সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সুলতান আজিজুল বলেন, ‘আমারা জনগণের ভোগান্তি চাই না। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে রাষ্ট্রীয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে এই আশায় অবরোধ প্রত্যাহার করেছি। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে।’ এর আগে একই দাবিতে সকাল সাড়ে দশটায় পদযাত্রা করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে শিক্ষার্থীরা।

Print Friendly

Related Posts