‘চন্দ্রশেখর পুরস্কার-২০১৮’ কমিটিতে জাবি শিক্ষক

জাবি প্রতিনিধি: ‘অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক ফিজিক্যাল সোসাইটি’ থেকে বিশ্বব্যাপী প্লাজমা পদার্থবিদ্যায় গবেষণার স্বীকৃতি স্বরূপ প্রদত্ত ‘চন্দ্রশেখর পুরস্কার-২০১৮’-এর বাছাই কমিটিতে সদস্য পদ লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশিষ্ট প্লাজমা বিজ্ঞানী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

গতকাল বৃহস্পতিবার এক ই মেইলের মাধ্যমে ‘ডিভিশন অব প্লাজমা ফিজিক্স’ কর্তৃপক্ষ তাকে এ তথ্য নিশ্চিত করেছে। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন জানান, ওই বার্তায় আমাকে ‘চন্দ্রশেখর পুরস্কার-২০১৮’ এর বাছাই কমিটির সদস্য করা হয়েছে। এ ছাড়া Springer Nature থেকে প্রকাশিত ‘Review of Modern Plasma Physics’-এর সহযোগী সম্পাদক হিসেবে আমাকে মনোনিত করা হয়েছে।

তিনি আনন্দ প্রকাশ করে বলেন, ‘চন্দ্রশেখর পুরস্কার-২০১৮’ প্রদান এর বাছাই কমিটিতে থাকার সুযোগ পাওয়া আমার জন্য অনেক সম্মানের বিষয়। আমি কখনও ওই পুরস্কার না পেলেও বাছাই কমিটিতে বিচারক হিসেবে থাকতে পেরে গর্বিত।

প্রসঙ্গত আগামী নভেম্বর মাসে জাপানের কানাজাওয়ায় এ পুরস্কার প্রদানের কথা রয়েছে।

Print Friendly

Related Posts