জাবিতে ভর্তির সাক্ষাৎকার ১৮ নভেম্বর থেকে শুরু

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সাক্ষাৎকার শুরু হবে আগামী ১৮ নভেম্বর। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ভর্তি পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮, ১৯, ২০ এবং ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ওই দিন সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে না।’

তিনি আরও জানান, ‘কোন ইউনিটের সাক্ষাৎকার কোন দিন অনুষ্ঠিত হবে সেটা সংশ্লিষ্ট অনুষদের ডিন নির্ধারণ করবেন। ছোট ছোট ইউনিটগুলোর সাক্ষাৎকার একদিন আর বড় বড় ইউনিটগুলোর সাক্ষাৎকার দুই দিনব্যাপী হবে। আমরা কোন ইউনিটের সাক্ষাৎকার কবে সেটা নিয়ে কাজ করছি, আশা করছি ৫ অথবা ৬ নভেম্বরের মধ্যে জানাতে পারব। বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় সংবাদ পত্র ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।’

‘এ, ডি, এইচ ইউনিটে আসন সংখ্যার ১০ গুণ পর্যন্ত এবং বি, সি, সি১, ই, এফ, জি, আই ইউনিটে আসন সংখ্যার ৫ গুণ পর্যন্ত ভাইবায় ডাকা হবে এবং বিভিন্ন কোটার আবেদন ২৮,২৯,৩০ নভেম্বর শুরু হবে বলেও তিনি জানান।

Print Friendly

Related Posts