জিতলেই চ্যাম্পিয়নের হাতছানি বাংলাদেশের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে পাঁচ দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। একমাত্র অপরাজিত দল হিসেবে আজ তৃতীয় ম্যাচে মাঠে নামবে মাহবুবুর রহমান রক্সি শিষ্যরা। যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নেপাল।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যায় ৭টায় দু’দলের এই ম্যাচটি শুরু হবে। নেপালিদের হারিয়ে এবং ভুটানের বিপক্ষে হার এড়াতে পারলেই প্রথমবারের মত যুব সাফের ট্রফি আসবে বাংলাদেশে।

একই দিন মাঠে নামবে টুর্নামেন্টের বর্তমান রানার্স আপ এবং শিরোপার অন্যতম দাবিদার ভারত ও টানা তিন ম্যাচ হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া মালদ্বীপ। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

নেপালকে বড় ব্যবধানে হারাতে পারলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। কিংবা জয় পেলেও শিরোপা রেসেই থাকবে বাদশা বাহিনী। ড্র করলেও যে শিরোপা রেস থেকে ছিটকে যাবে এমন নয়। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভুটানকে হারাতেই হবে। তবে সেসব সমীকরণে যেতে রাজি নয় বাংলাদেশ। ম্যাচ বাই ম্যাচ জিতে ট্রফি নিয়েই দেশে ফেরার ইচ্ছা লাল-সবুজদের।

বাংলাদেশের মতো নেপালও ইতিমধ্যে দুই ম্যাচ খেলেছে। যেখানে এক জয়ের বিপরীতে একটিতেই। শিরোপা জেতার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি চ্যাম্পিয়ন নেপালের। বরং আজ বাংলাদেশকে হারাতে পারলে শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা থাকবে নেপালেরই!

সাফে নেপালের বিপক্ষে রেকর্ড ভালো নয় বাংলাদেশের। এই টুর্নামেন্টেরই প্রথম আসরে যেটি ২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ২-১ গোলের ব্যবধানে হেরেছিল বাংলার যুবারা। নিশ্চয়ই বিষয়টি মাথায় আছে টিম ম্যানেজমেন্টের। বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ যেমন ভালো করছে নেপালও পিছিয়ে নেই। বরং এ ধরনের টুর্নামেন্টে নেপাল বাংলাদেশের যে কয়েকগুণ এগিয়েই। সেটা তারা ইতিমধ্যে প্রমাণও করেছে। গত আসরের ফাইনালে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে ট্রফি জিতে।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার সাফ যাত্রা শুরু বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-৪ গোলের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থাকার পরও ঐতিহাসিক জয় তুলে শিরোপা জয়ের দাবিটা জোরালো করেছে। এক জয়ই আন্ডারডগ বাংলাদেশকে ফেবারিটের তকমা এঁটে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ০-২ গোলের ব্যবধানে হারিয়ে ফেবারিটের পাশাপাশি এখন শিরোপায় চোখ বাদশা, জাফর, রহমত, বিশ্বনাথদের। শিরোপা থেকে এখন দুই ধাপ দূরে রয়েছে বাংলাদেশ।

নেপালকে হারাতে পারলে আজ আরেক ধাপ এগিয়ে যাবে। তখন সামনে থাকবে কেবল স্বাগতিক ভুটান। যে ম্যাচটি টুর্নামেন্টের সমাপনী দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

Print Friendly

Related Posts