তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু হয়েছ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

শ্রীলঙ্কাকে হারিয়ে দুই দলের সুপার ফোর নিশ্চিত হয়েছে আগেই। আবুধাবিতে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচের ফল অবশ্য সুপার ফোরে কোনো প্রভাব ফেলবে না। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুপার ফোরের বিতর্কিত সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যেখানে আগামীকাল বাংলাদেশ দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে, আর আবুধাবিতে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান।

তামিম ইকবাল চোট নিয়ে ছিটকে যাওয়ায় আজ বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন অনুমিতই ছিল। তামিমের জায়গায় ওয়ানডে অভিষেক হয়েছে আরেক বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। পরপর দুই দিন ম্যাচ থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে পাঁজরের চোটে ভোগা মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানকে। মুশফিকের জায়গায় খেলছেন মুমিনুল হক। আর মুস্তাফিজের জায়গায় অভিষেক হয়েছে আবু হায়দার রনির।

Print Friendly

Related Posts