বিশ্বকাপ জিতে উরুগুয়ের পতাকা কাঁধে গ্রিজমান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশ্বকাপ জিতে লুজনিকিতে উৎসবে মাতল ফ্রান্স৷ স্টেডিয়াম থেকে ড্রেসিংরুম সর্বত্র চলল এমবাপে-গ্রিজুদের বিজয় উৎসব৷ বাদ পড়ল না সাংবাদিক সন্মেলনও৷ কোচ দেশম’র সাংবাদিক সন্মেলনে বিশ্বকাপ জয়ের উৎসব শুরু করে দেয় ফ্রান্স দলের ফুটবলাররা৷ সেই সঙ্গে বিশ্বকাপ জিতে আরও একটি কাণ্ড ঘটালেন ফ্রান্সের স্ট্রাইকার গ্রিজমান৷

লুজনিকির মিক্সড জোনে উরুগুয়ের ফ্ল্যাগ কাঁধে বিশ্বকাপ সেলিব্রেশেনে মেতে ওঠেন ফ্রান্সের তারকা ফুটবলার৷ লাতিন আমেরিকার উরুগুয়ে দেশটি নিয়ে গ্রিজম্যানের ভালবাসা অজানা নয়৷ তবে বিশ্বকাপ জেতার পর বিশেষ মুহূর্ত সেলিব্রেশনের সময় হঠাৎ কেন অন্য দেশের পতাকা বেছে নিলেন সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷

গ্রিজম্যান অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ৷ বিশ্বকাপ জিতে ফরাসি তারকা জানিয়েছেন, ক্লাব ফুটবলে উরুগুয়ান ফুটবলাররা তাঁর সঙ্গী৷ তাই উরুগুয়ে দেশটি নিয়ে বিশেষ ভালবাসা রয়েছে৷ মিক্সজোনে উরুগুয়ান এক সাংবাদিক তাঁর হাতে সেদেশের পতাকা তুলে দিলে তাই সেই পতাকা কাঁধে তুলে নিতে দ্বিধাবোধ করেননি তিনি৷

সেই সঙ্গে গ্রিজু আরও জানিয়েছেন, ‘উরুগুয়ে দেশটাকে আমি সম্মান করি৷ ফুটবল কেরিয়ারে উরুগুয়ান মানুষের সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে৷ সেদেশের সংস্কৃতি-মানুষ সবই আমার পছন্দের৷’ উল্লেখ্য অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাবে উরুগুয়ান ফুটবলার দিয়েগো গোডিন, জোসে গিমেনেজরার সঙ্গে খেলেন গ্রিজমান৷ ক্লাবের ফুটবলের এই সঙ্গীদের বিরুদ্ধে রাশিয়ার বিশ্বকাপের কোয়ার্টারে ম্যাচ ছিল ফ্রান্সের৷ নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালের সেই লড়াইয়ে উরুগুয়েকে ২-০ হারিয়েছিল ফরাসিরা৷ ৬১ মিনিটে গোল করেছিলেন গ্রিজমান৷ এবার ফাইনালের মঞ্চে উরুগুয়েকে বিশেষ সন্মান জানালেন ফরাসি তারকা৷

 

Print Friendly

Related Posts