বীরের বেশে দেশে ফিরেছে সালমা-রুমানারা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইতিহাস গড়ে নারী এশিয়া কাপে সেরার মুকুট জিতে সোমবার শেষ বিকেলে দেশে ফিরেছে ‍বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়া থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩১৬ ফ্লাইটে চেপে ৬টা ৫০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইতিহাস সৃষ্টিকারী সালমা-রুমানারা। ফাইনালে ভারতকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে স্বপ্নিল জয় তুলে নেয় লাল সবুজের প্রমীলা দল।

এশিয়া কাপের সপ্তম আসরে প্রথমবার শিরোপা জিতলো বাংলাদেশ। মজার কথা আগের ছয়বারই ট্রফির স্বাগ পেয়েছিল ভারত। এছাড়া দ্বি-পাক্ষিক সিরিজের বাইরে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো সালমারা। এমন কৃতিত্ব বাংলাদেশ পুরুষ দলও করে দেখাতে পারেনি।

প্লেন থেকে নামার পর গিফট আর গিফট

সোমবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে দেশের মাটি স্পর্শ করার পর থেকেই সেই যে উপহারের পাওয়া শুরু করেছে যার শেষ হয়েছে অভ্যর্থনাস্থল হোটেল সোনারগাঁওয়ে এসে। বিমানবন্দরে পরিবার থেকে শুরু করে স্বপ্লিল শিরোপাজয়ী দলকে উপহার দিতে কার্পণ্য করেননি স্বজনরাও।  উপহারের এমন সমাহারে তাই যারপরনাই খুশি টাই‌গ্রেস দলপতি সালমা খাতুন। ‘প্লেন থেকে নামার পরেই গিফট আর গিফট পেয়ে আসছি। অনেক আনন্দ লাগছে।’

এশিয়া কাপ জেতায় ২ কোটি টাকা বোনাস

শিরোপা জিতে অবিশ্বাস্য ইতিহাস গড়ায় জাতীয় নারী ক্রিকেট দলের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার  রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ পুরস্কার ঘোষণা করেন।

‘এশিয়ার চ্যাম্পিয়ন’ নারী দল কুয়ালালামপুর থেকে সোমবার সন্ধ্যায়ই দেশে ফেরে। হোটেল সোনারগাঁওয়ে তাদের অভিবাদন জানায় বিসিবি। সেখানেই ব্রিফ করছিলেন পাপন। বিসিবি সভাপতি বলেন, পুরো চ্যাম্পিয়ন দল দুই কোটি টাকা পুরস্কার পাবে। প্রত্যেকে পাবে ১০ লাখ করে। এছাড়া যারা ভালো পারফর্ম করেছে, তাদের বাড়তি প্রণোদনা দেওয়া হবে।

Print Friendly

Related Posts