রমজানে কাবা শরিফের নিরাপত্তায় ৩০ হাজার সেনা মোতায়েন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রমজান মাস উপলক্ষে সৌদি আরবের পবিত্র কাবা শরিফের নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০ হাজারের বেশি সদস্য দিনরাত ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে। ওমরাহ সিকিউরিটি ফোর্সের কমান্ডার জেনারেল খালিদ কারার আল হারবি এ তথ্য জানিয়েছেন।

খালিদ কারার আল হারবি বলেন, নিজেদের অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে ভিড় নিয়ন্ত্রণ করা হবে। কোনোভাবেই যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেদিকে কড়া নজরদারি চালিয়ে যাবে।

জেনারেল খালিদ আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার বিষয়টি দেখভালের পাশাপাশি ট্রাফিক, রাস্তায় চলাচল স্বাভাবিক রাখা এবং মক্কা মসজিদের বাইরে মুসল্লিদের নিয়ন্ত্রণে কাজ করবে। আমার প্রত্যাশা, নিরাপত্তা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালনের ফলে এবারের পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে। তবে নেতিবাচক কোনো কিছুর আশঙ্কা তৈরি হলে তাৎক্ষণিকভাবে ভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

Print Friendly

Related Posts