হংকংয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ভারতের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আজ বুধবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে গতকাল মঙ্গলবার হংকং-এর বিরুদ্ধে ভালোই মহড়া হল রোহিতদের৷ হংকং-এর বিরু্দ্ধে হাসতে হাসতে জয় নয়, বরং কষ্টার্জিত জয় পেল ভারত৷ হংকংকে ২৬ রানে হারায় রোহিতরা৷

রেকর্ড ওপেনিং পার্টনারশিপ ও নিজাকত ও অংশুমানের দুরন্ত ব্যাটিং অ্যাসিড টেস্ট নিলে ভারতীয় বোলিংয়ের৷ ওপেনিং জুটিতে ১৭৪ রান তুলে ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস গড়ল হংকং৷ এখনও পর্যন্ত ২৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছে তারা৷ কিন্তু এটাই সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ হংকং-এর৷ সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থামেন নিজাকত৷ তিনি হলেন খালিল আহমেদের প্রথম আন্তর্জাতিক শিকার৷ এদিন ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় রাজস্থানের বছর কুড়ির ডানহাতি পেসারের৷

তবে হংকং-এর ওপেনিং জুটি ভাঙেন কুলদীপ যাাদব৷ ইনিংসের ৩৪তম ওভারে প্রথম উইকেট হারায় হংকং৷ ব্যক্তিগত ৭৩ রানে হংকং অধিনায়াককে ড্রেসিংরুমে ফেরান চায়নাম্যান৷ পর পর হংকং-এর দুই ওপেনার ড্রেসিংরুমে ফিরতে তাদের লড়াই ফিকে হয়ে যায়৷

এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান হংকং অধিনায়ক অংশুমান রথ৷ ভারতীয় ব্যাটিংকে সামনে থেকে নেতৃত্ব দেন ধাওয়ান৷ বিধ্বংসী শিখরকে দেখা না-গেলেও ১০৫ বলে এদিন সেঞ্চুরিতে পৌঁছন ধাওয়ান৷ শেষ পর্যন্ত ১২০ বলে ১২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান৷ তাঁর ইনিংস সাজানো ১৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে৷

ওয়ান ডে কেরিয়ারে ১৪তম শতরান করে যুবরাজের চতুর্থদশ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন শিখর৷ পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে ১৪টি ওয়ান ডে সেঞ্চুরির মালিক হলেন ধাওয়ান৷ ১০৫ ইনিংসে এই ১৮টি শতরান করেন তিনি৷ আর বিরাট কোহলি ১০৩ ইনিংসে সমসংখ্যক ওয়ান ডে সেঞ্চুরি করেছেন৷ তবে এদিন সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের পর প্রথম ভারতীয় হিসেবে সংযুক্ত আরব আমীরশাহিতে শতরান করলেন ধাওয়ান৷ সচিনের সেঞ্চুরি এসেছিল ২০০০ সালে শারজায়৷

শিখর ছাড়াও রান পেয়েছেন রায়ডু৷ দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি৷ তবে ব্যক্তিগত ৬০ রানে থেমে যায় রায়ডুর ইনিংস৷ ৭০ বলের ইনিংসে ২টি ছয় ও ৩টি বাউন্ডারি মারেন তিনি৷ এছাড়া ৩৩ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক৷ তার পর ২৭ বলে ২৮ রানে অপরাজিত থাকেন চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা কেদার যাদব৷

রোহিতের মতো ব্যর্থ মহেন্দ্র সিং ধোনিও৷ তিন বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ মাত্র তৃতীয় বলেই অফ-স্পিনার এহসান খানের পাতা ফাঁদে পা-দিয়ে আউট হন ধোনি৷ তিনি দ্রুত ফিরে যাওয়ায় ভারতীয় ইনিংসের রান-রেট মন্থর হয়ে যায়৷ রোহিত শুরুটা ভালো করেও উইকেট ছুঁড়ে দিয়ে আসেন৷ ভারত অধিনায়ক এদিন ব্যক্তিগত ২৩ রানে এহসানের বলে বড় শট মারতে গিয়ে আউট হন৷ সাত উইকেটে ২৮৫ রানে শেষ হয় ভারতের ইনিংস৷ ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে হংকং করে ২৫৮ রান৷ ২৬ রানে জয় পায় ভারত৷

Print Friendly

Related Posts