পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করল টিম ইন্ডিয়া

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এশিয়া কাপে গ্রুপ-এ’র হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করল টিম ইন্ডিয়া৷ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৩.১ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়৷ জবাবে ২৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত৷

শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় টিম ইন্ডিয়া৷ ধারাবাহিকভাবে পাক ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফিরিয়ে দিতে থাকে ভারতীয় বোলাররা৷ ভারতীয় বোলারদের আগ্রাসন প্রতিহত করতে না পারায় পাকিস্তান ১৬২ রানে অলআউট হয়ে যায়৷ ভুবনেশ্বর-বুমরার পেস জুটির পাশাপাশি দুরন্ত বোলিং করেন পার্টটাইম স্পিনার কেদার যাদব৷ সুতরাং জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৬৩ রান৷

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের স্লো পিচে পরে ব্যাট করা তুলনায় কঠিন৷ স্বাভাবিকভাবেই পাক দলনায়ক সরফরাজ আহমে পরিকল্পনা করেছিলেন ভারতের ঘাড়ে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার৷

যদিও অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিতে পারেননি পাক ওপেনাররা৷ মাত্র ৩ রানের মধ্যে আউট হয়ে ক্রিজ ছাড়েন ইমাম-উল-হক (২)ও ফকর জামান (২)৷ দু’জনকেই ফেরত পাঠান ভুবনেশ্বর কুমার৷অবশ্য শুধু দুই ওপেনারই নন, বাবর আজম ও শোয়েব মালিক ছাড়া আর কোনও পাক ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি৷ব্যর্থ পাক অধিনায়ক নিজেও৷

প্রাথমিক বিপর্যয় রোধ করে বাবর-শোয়েব জুটি তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন৷ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে বাবরকে ফেরত পাঠান কুলদীপ যাদব৷ ৬টি বাউন্ডারিরি সাহায্যে ৪৭ রান করে বোল্ড হন তিনি৷ দু’বার জীবনদান পেয়ে শোয়েব রানআউট হন ব্যক্তিগত ৪৩ রানে৷

দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পরেই ধস নামে পাকিস্তানের মিডলঅর্ডারে৷ কেদার যাদব পর পর ফিরিয়ে দেন সরফরাজ আহমেদ (৬), আসিফ আলি (৯) ও শাদব খানকে (৮)৷

শেষদিকে মহম্মদ আমিরকে সঙ্গে নিয়ে ৩৭ রানের পার্টনারশিপ গড়েন ফহিম আশরাফ৷ ফহিমকে ২১ রানে আউট করেন বুমরাহ৷ হাসান আলি ১ রান করে ভূবনেশ্বরের শিকার হন৷ খাতা খোলার আগেই উসমান খানকে বোল্ড করেন বুমরাহ৷ আমির ১৮ রান করে অপরাজিত থেকে যান৷

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন ভুবনেশ্বর ও কেদার৷ দু’টি উইকেট নিয়েছেন বুমরাহ৷ একটি উইকেট কুলদীপ যাদবের৷ গোটা ইনিংসে ভারতের দুরন্ত বোলিংয়ের মাঝে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় হার্দিক পান্ডিয়ার চোট৷ইনিংসের আঠারোতম ওভারে কোমরে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন হার্দিক৷

পাল্টা ব্যাট করতে নামা দুই ভারতীয় ওপেনার ৮৬ রানের পার্টনারশিপ গড়ে জয়ের ভিত প্রস্তুত করেন৷ ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করে সাজঘরে ফেরেন দলনায়ক রোহিত৷ ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫২ রান করে আউট হন রোহিত৷ অল্পের জন্য হাসেঞ্চুরি মিস করেন গত ম্যাচে সেঞ্চুরি করা শিখর ধাওয়ান৷ তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন৷

আম্বাতি রায়ড়ুকে সঙ্গে নিয়ে দীনেশ কার্তিক ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন৷ রায়ড়ু ৪৬ বলে ৩১ ও কার্তিক ৩৭ বলে ৩১ রান করে নটআউট থাকেন৷ পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন ফহিম আশরাফ ও শাদব খান৷ ম্যাচের সেরা হয়েছেন ভুবনেশ্বর কুমার৷

Print Friendly

Related Posts