পাঁচ হাজার রানের মাইলফলকে মুশফিক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করলেন মুশফিক। আগের দুজন অনুমিতভাবেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

মাইলফলক ছুঁতে এশিয়া কাপের সুপার ফোরে আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে মুশফিকের দরকার ছিল ৭ রান। ব্যক্তিগত ৫ রান থেকে নাইবকে ওই চার হাঁকিয়ে লক্ষ্যে পৌঁছে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান।

একটু পরই অবশ্য আউট হয়ে যেতে পারতেন মুশফিক। অফ স্পিনার মুজিব উর রহমানকে কাট করতে গিয়ে বল লাগে তার ব্যাটের কানায়। উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের গ্লাভসে লেগে বল চলে যায় স্লিপে। তবে স্লিপ ফিল্ডার বল তালুবন্দি করতে পারেননি। ৯ রানে জীবন পান মুশফিক।

পাঁচ হাজার রান করতে মুশফিকের লাগল ১৭৬ ইনিংস। ১৮০ ইনিংসে ৫ হাজার ৪৮২ রান সাকিব আল হাসানের। আর ১৮১ ইনিংসে ৬ হাজার ৩০৭ রান করে সবার ওপরে আছেন তামিম ইকবাল।

Print Friendly

Related Posts