প্রথম অর্ধশতকের দিনেই লিটনের শতক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আগের ১৭ ম্যাচে সর্বোচ্চ স্কোর ছিল ৪১ রানের। লিটন দাস এশিয়া কাপের ফাইনালে এসে পেলেন প্রথম অর্ধশতক। পরে সেটি শতকেও পরিণত করেছেন।

দুবাইতে বাংলাদেশ এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে। প্রতিপক্ষের পরিকল্পনা ভণ্ডুল করতে মাশরাফী শুরুতে লিটনের সঙ্গে নামিয়ে দেন মিরাজকে। আগের ম্যাচগুলোতে ধুঁকতে থাকা ওপেনিং জুটি এই পরিবর্তনেই সতেজ। লিটন রান তুললেন, মিরাজ ধরে খেললেন। উদ্বোধনীতে এল ১২০ রানের সংগ্রহ।

লিটন এদিন অর্ধশতকে পা রাখেন ৩৩ বলে। পরে শতক তুলে নেন ৮৭ বলে। এর মধ্যে চারের মার ১১টি, ছয় দুটি।

মিরাজ একটু চালিয়ে খেলতে যেয়েই সাজঘরে ফেরেন। ২১তম ওভারে যাদবকে কাভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে রায়ডুর হাতে ধরা পড়েন।

এরপর ফিরেছেন ইমরুল কায়েসও। চাহালের বলে এলবিডব্লিউ হয়ে দুই রানের মাথায় পথ ধরেন তিনি।

বাংলাদেশের ওপেনিং জুটি সবশেষ পঞ্চাশ পার করেছিল ১৯ জানুয়ারি, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল ও এনামুল হক বিজয় গড়েন ৭১ রানের জুটি। এরপর দশটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে দুটি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ও এশিয়া কাপে ফাইনালের পথে পাঁচটি। এই দশটির একটিতেও পঞ্চাশ পার হয়নি।

Print Friendly

Related Posts