লাইব্রেরিতে ব্যাগ বহনে নিষেধাজ্ঞায় জাবিতে প্রতিবাদ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছেন শিার্থীরা। প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা লাইব্রেরি অবরোধ করে টানা চারঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেছে।

সোমবার সকাল সাতটায় শিক্ষার্থীরা তাদের ব্যাগ-বই নিয়ে লাইব্রেরিতে প্রবেশ করতে গেলে কর্মচারীরা ব্যাগ নিয়ে প্রবেশ করতে বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা লাইব্রেরির প্রধান ফটকে অবস্থান করে। এতে লাইব্রেরির ভেতরে অবস্থানকারী কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পরেন। পরবর্তীতে বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাগ ও বইপত্র নিয়ে লাইব্রেরিতে প্রবেশ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে লাইব্রেরিতে ব্যাগ বহনে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন শিক্ষার্থীদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে। এতে প্রয়োজনীয় জিনিসপত্র বহনে ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। লাইব্রেরিতে ব্যাগ রাখার সুব্যবস্থা না করে ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা শিক্ষার্থীদের সাথে বৈরি সম্পর্ক সৃষ্টির অপচেষ্টা বলেও মনে করছেন তারা।

আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘লাইব্রেরিতে কখনও ব্যাগ বহনে নিষেধাজ্ঞা ছিলনা। বই সল্পতা, নোংরা পরিবেশ, সিট সংকট নিরসন না করে ব্যাগ বহনে নিষেধাজ্ঞা আরোপ করা শিক্ষার্থীদের লাইব্রেরি বিমুখ করারই পায়তারা।’

এ বিষয়ে গ্রন্থাগারের ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম বলেন, ‘গ্রন্থাগারে আগে থেকেই বাইরের বইপত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় আমরা সুযোগটি দিয়েছি। এখন শিক্ষার্থীদের জন্যই পূর্বেও নিয়মে ফিরে যেতে হচ্ছে।’

এ বিষয়ে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী বলেন, ‘লাইব্রেরিতে শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা ইতোপূর্বে ছাত্রসংগঠনগুলোর সাথে কথা বলেছি। সবার সাথে পরামর্শ করেই লাইব্রেরিতে ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছি। প্রয়োজনে লাইব্রেরিতে প্রবেশের ক্ষেত্রে বিশ^বিদ্যালয়ের কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হবে।’

 

Print Friendly

Related Posts