দুরন্ত জয়ে শীর্ষেই রইল মেসিরা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ের খবর পেয়েই শনিবার রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে মাঠে নেমেছিল বার্সা। লেগানেসের বিরুদ্ধে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর জয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছিল মাত্র ৪ পয়েন্ট। ঘরের মাঠে প্রথমদিকে এদিন বার্সার খেলায় সেই চাপের প্রতিফলন দেখা গেলেও পিছিয়ে পড়ে কামব্যাক করল তারা। প্রতিপক্ষকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৭ পয়েন্টের ব্যবধানেই লিগ শীর্ষে রইল তারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এদিন সাড়া জাগিয়েই শুরু করে রায়ো। ম্যাচের শুরুর দিকে পিকে বক্সের মধ্যে দি টমাসকে টেনে ফেলে দিলে পেনাল্টির জোরালো আবেদন তোলে সফরকারী দল। কিন্তু রায়োর সেই আবেদনে সাড়া দেননি রেফারি। যদিও ২৪ মিনিটে বল ধরে আগুয়ান দি টমাস বক্সের সামান্য বাইরে থেকে জোরালো স্ট্রাইকে স্কোরলাইন ১-০ করেন।

৩৮ মিনিটে বার্সাকে সমতায় ফেরান জেরার্ড পিকে। ডান পাশ থেকে নেওয়া মেসির চমৎকার এক বাঁকানো ফ্রি কিকে মাথা ছুঁয়ে বল জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার।

বিরতির পর ৪৯ মিনিটে এগিয়ে যায় বার্সা। নেলসন সেমেদোকে ডি বক্সের ভেতর ফেলে দেন ভায়েকানোর জরদি আমাত। বাঁ পায়ের স্পট কিকে গোলরক্ষককে বোকা বানান মেসি।

চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসির ২৫ ম্যাচে গোল হলো ২৬টি। আন্দ্রেস ইনিয়েস্তাকে (৪৪২) ছাড়িয়ে বার্সার হয়ে লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলারও এখন মেসিই (৪৪৩)। তার সামনে থাকলেন শুধু জাভি হার্নান্দেজ (৫০৫)।

দ্বিতীয় গোলের পর আক্রমণে ঝাঁঝ কয়েকগুণ বাড়িয়ে তোলে কাতালান ক্লাবটি। নির্ধারিত সময় শেষ হওয়ার আট মিনিট আগে বক্সের মধ্যে ক্রোয়েশিয়ান রাকিটিচের সঙ্গে পাস খেলে রায়োর কফিনে তৃতীয় তথা শেষ পেরেকটি পুঁতে দেন লুইস সুয়ারেজ। এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকোর চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেল শীর্ষে থাকা বার্সেলোনা।

Print Friendly

Related Posts