দ্বিতীয় টেস্টেও ইনিংস ব্যবধানে হার টাইগারদের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ১২ রান ও ইনিংসে হারের লজ্জায় ডুবলো। পঞ্চম দিনে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে মুক্তির আশায় মুস্তাফিজুর এবং মাহমুদুল্লাহ লড়াই করছিলেন। কিন্তু তারা দু’জন ছয় রানের ব্যবধানে আউট হলে সব আশা শেষ হয়ে যায়। বাংলাদেশ অলআউট হয় ২০৯ রানে। বৃষ্টির কারণে মাত্র তিনদিনের টেস্টে পরিণত হওয়া ম্যাচটিও হেরে ২-০ ব্যবধানে সিরিজ খুইয়ে বসেছেন রিয়াদরা

এর আগে তামিমের হাফসেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২১১ রান। জবাবে নিউজিল্যান্ড ছয় উইকেটে ৪৩২ রান করে ইনিংস ঘোষণা করে।

মসন করেন ৭৪ রান। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহী তিনটি এবং তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।

বৃষ্টির কারণে প্রথম দুদিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর রবিবার তৃতীয় দিনে টস হেরে শুরুতে ব্যাট করে ২১১ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর একইদিনে ব্যাট করতে নেমে দুই উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে

Print Friendly

Related Posts