নটরডেম ক্যাথেড্রালে অগ্নিশিখা

বদরুজ্জামান জামান

আগুনের লেলিহান শিখা যখন নটরডেম ক্যাথেড্রালের উঁচু চুড়ায়,
অসহায় চোখ হাত বহন করেছিল মানুষের কষ্ট
আর যারা আগুনের সাথে যুদ্ধ করেছিল
তারা হয়তো জয়ী হয়েছে কিন্তু ততক্ষণে ধ্বংসস্তূপে
জমা হয়েছে স্মৃতির এক বিভৎস চিত্র।

নির্মমতার নরকখ্যাত মধ্যযুগের অসংখ্য স্মৃতিচিত্র
প্যারিসের নান্দনিক স্থাপত্যকলার খোরাক জোগায়
আমার চোখের পাতা-  সেসব স্মৃতিচিত্রের
কিঞ্চিত বহন করে যাপিত জীবনে।

নটরডেম ক্যাথেড্রাল মধ্যযুগের  অভয়াশ্রম ;
যখন রাষ্ট্র আর ধর্ম ছিল- শাসন শোষণের হাতিয়ার।
ইতিহাসের পাতায় ভর আমি মধ্যযুগের ক্যাথেড্রাল দেখি-
দেখি গ্রিগোঁরি আর রাজা ক্লোপিন প্ররোচিত অপরাধ প্রবণচিত্র,
অপরাধ উন্মত্ত ভবঘুরে ভীড়, এসমেরালদার গুম কাহিনী।
অভয়াশ্রম যখন ভয়াশ্রমে পরিণত হল- রাজার ফরমানে
নটরডেমের অভয়াশ্রম ক্ষমতা বিলোপ হয়।
তারপর জল গড়িয়ে যায় অনেক দূর ,
সৃষ্টি হয় নির্মমতার আরেক অধ্যায়-  প্রতিশোধ পরায়ণ বিশপ ক্লদ ফেঁলো ,
এসমেরালদা আর  কোয়াসিমেদোর দ্বন্দ্ব, রক্ত আর হত্যাযজ্ঞ  ।
এসব ছাড়াও নটরডেম ক্যাথেড্রালের প্রতিটি দেয়াল
ইতিহাসের অসংখ্য চরিত্রচিহ্ন বহন করে দর্শনার্থীদের
স্থাপত্যশৈলীর মুগ্ধতা বাড়িয়েছিল।

৮৫০ বছর আগের কীর্তি ক্রীড়া , মানুষের দানবীয়  চরিত্র,
লঙ্ঘিত অধিকার আর অসহায়ত্বের দর্শকীয় ভূমিকা-
নটরডেম ক্যাথেড্রালে আগুনের তান্ডব লীলায়
মানুষের অসহায় চোখ হাত বহন করছিল দর্শকদগ্ধতায় ।

দীর্ঘ শ্রেণী সংগ্রাম, সামন্তপ্রথা আর যুগ-যুগান্তর
পরিক্রমা পেরিয়ে এই ফরাসী ভূখণ্ডে যখন মানুষ-
মানুষ পরিচয়ে মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকে
তখন আগুন কিংবা আগুনের তান্ডব  সৃষ্টির স্থিরচিত্র
এঁকে দেয় আমাদের চেতনায় ।  কারন মুক্তি-সাম্য-ভ্রাতৃত্বের
বন্ধনে ধ্বংসের মাঝে সৃষ্টির অনিবার্যতায় আমাদের যাপিত জীবন।

১৬.০৪.২০১৯
প্যারিস, ফ্রান্স।

Print Friendly

Related Posts